রণবীর-আলিয়ার বাগদান জুনে!

0

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করে নিউ ইয়র্ক পাড়ি দিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছরের জুনের দিকে নাকি রণবীরের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলবেন আলিয়া। রণবীরের মা নিতু কাপুরের অনুরোধেই নাকি এই সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া।

বি টাউনের খবর, নিতু কাপুর নাকি শিগগিরই ছেলের সংসার গুছিয়ে দিতে চাইছেন। এ কারণেই চলতি বছরের জুনে আলিয়া-রণবীর আংটি বদল সেরে ফেলবেন।

আলিয়া ভাট বা রণবীর কাপুর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। রণবীর যেহেতু মা নিতু কাপুরের কথা শুনেই চলেন, তাই মায়ের ইচ্ছেকে মর্যাদা দিতেই কি চলতি বছর আংটি বদল সেরে ফেলবেন!

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM