দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় ট্রাম্প

0

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তহবিল বরাদ্দ না পেলে জরুরি অবস্থা ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যান ট্রাম্প। এ সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার পুরোপুরি এখতিয়ার আছে আমার। যুদ্ধ কিংবা জাতীয় জরুরি অবস্থাজনিত পরিস্থিতির মধ্যে সামরিক নির্মাণ প্রকল্পগুলো পরিচালনার এখতিয়ারও প্রেসিডেন্টের রয়েছে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ নিয়ে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা না হওয়ায় ২০ দিন ধরে সরকার আংশিক শাটডাউন। তারপরও দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছেন ট্রাম্প।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM