সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মরকেল

দক্ষিণ আফ্রিকা ও দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টাইটান্সের অলরাউন্ডার এলবি মরকেল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

- Advertisement -

২০১৫ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আর জাতীয় দলে খেলতে দেখা যায়নি মরকেলকে। শেষ ওয়ানডে খেলেছেন ২০১২ সালে। তার টেস্ট ক্যারিয়ারটা ছিল এক ম্যাচের মধ্যেই সামীবদ্ধ।

- Advertisement -google news follower

২০০৪ সালে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক এলবি মরকেলের। পেস বোলিং আর ব্যাটিংয়ে পাওয়ার হিটিংয়ের জন্য সুনাম ছিল তার। পরিচয় ছিল আরও একটি। দক্ষিণ আফ্রিকা দলে ভাই মরনে মরকেলের সঙ্গে অনেক দিন খেলেছেন।

দেশের হয়ে ৫৮টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন মরকেল। ওয়ানডেতে ৫০ উইকেটের সঙ্গে ব্যাট হাতে আছে তার ৭৮২ রান। টি-টোয়েন্টিতেও খারাপ করেননি। ২৬ উইকেটের সঙ্গে করেছেন ৫৭২ রান।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM