জামায়াতের বিচারে আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

0

রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচারে আবারো আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিভাগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আইনের কিছু সংশোধন করে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাই। তারা কিছু আইনগত ভাষার বিষয় আবার পাঠায়। এটি এখন আমাদের কাছে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং পাস হয়।’

তিনি আরো জানান, বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM