প্রধানমন্ত্রীকে ‍ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক আটক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বু্ধবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মেজর মেহেদি হাসানের নেতৃত্বে বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো.রমাশকুর রহমান জয়নিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে হেলালকে আটক করা হয়েছে। তার মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটক মো. তোফাজ্জল হোসেন হেলাল ভোলা জেলার দৌলতখান এলাকার মো. নাজির আহমেদের ছেলে।

জয়নিউজ/এফএম/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM