ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন ও ক্রিকেট কোচ তারেক খান।

উদ্বোধনী খেলা চাঁদপুর জেলা বনাম কক্সবাজার জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলা দল ১১১ রানের জয় পায়।

খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কক্সবাজার জেলা দল। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান সংগ্রহ করে। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কক্সবাজার জেলা দল ৩৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে।

জয়নিউজ/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM