বাঁশখালীতে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

0

বাঁশখালী পৌরসভার জলদী গ্রামের তিনতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে বিনদা শীল (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের মৃত ফকিরচাঁদ শীলের স্ত্রী। সোমবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিনদা শীল পৌরসভা এলাকার জনৈক বিধান শীলের ভবনে ভাড়া বাসায় ছেলেদের সঙ্গে থাকতেন। সোমবার পরিবারের সদস্যরা ঘরে না থাকায় তিনি একা বাড়ির ছাদে যান। সেখানে পা পিছলে তিনি তিনতলা থেকে নিচে পড়ে গেলে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন। প্রতিবেশীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তৌহিদুল আনোয়ার বলেন, ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। তিনি কীভাবে আহত হয়েছেন জানি না। তাঁকে নিয়ে আসা লোকজন জানিয়েছেন তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে তিনি মারা গেছেন।

জয়নিউজ/উজ্জ্বল/বিশু/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM