‘মন্ত্রিসভার আকার বাড়তে পারে’

0

প্রয়োজনে মন্ত্রিসভার আকার বাড়তে পারে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নবগঠিত মন্ত্রিসভা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই।’

সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।’

সিনিয়র মন্ত্রীদের বাদ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী জানেন উল্লেখ করে কাদের বলেন, ‘আমি বলব তাদের বাদ দেওয়া হয়েছে, এটা বলা ঠিক হবে না। তাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। তারা পার্টিতে মনোনিবেশ করবেন।’

তিনি বলেন, ‘নতুন সরকারের কিছু চ্যালেঞ্জতো থাকবেই। তবে অন্যতম চ্যালেঞ্জ হলো নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করা। আর এ লক্ষ্যেই নতুন এ মন্ত্রিসভা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরো বলেন, ‘শরিকেরা এখন নেই, ভবিষ্যতে আসবে না এমন নয়। সময়ে সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তনও হতে পারে মন্ত্রিসভা।’

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM