শহীদ টিটোকে নিয়ে অবসকিওরের গান

0

এবার কিশোর মুক্তিযোদ্ধা শহীদ টিটোকে নিয়ে গান তৈরি করছে ব্যান্ড অবসকিওর। গানটির নাম রাখা হয়েছে ‘টিটোর স্বাধীনতা’। এটি লিখেছেন কবি অমিত গোস্বামী। অবসকিওরের নতুন অ্যালবামে এটি রাখা হবে।

অবসকিওর ২০১৪ থেকে নিজস্ব ঘরানার কাজের পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে গান করছে। গানগুলো দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় আসছে তাদের নতুন গান ‘টিটোর স্বাধীনতা’।

দেশ স্বাধীন হওয়ার দুইদিন আগে টিটো শহীদ হন। সাভারে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে মাত্র ১৪ বছর বয়সে প্রাণ হারান তিনি। তাঁর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM