খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না: রিজভী

0

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তাঁর নিকটাত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

তিনি বলেন, প্রায় ২১/২২ দিন ধরে খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না। বন্দিদের আইনসম্মত যে অধিকার থকে, তা থেকেও বঞ্চিত করা হচ্ছে বেগম জিয়াকে।

সোমবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

কারাবিধি অনুযায়ী বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিয়ম কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে অভিযোগ করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব, আত্মীয়-স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরও কারা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। কারাবিধি অনুযায়ী ৭ দিন পরপর বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিয়ম। অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পরপর। এখন সেই ১৫ দিনের বিধানও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে।

এ সময় নতুন মন্ত্রিসভাকে মহাজালিয়াতির নির্বাচনের মন্ত্রিসভা বলে উল্লেখ করেন তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM