গাংচিল ভবঘুরে প্রজাতির পাখি। উপকূলীয় অঞ্চলের নদ-নদী ছাড়াও কৃষিজমিতে এরা বিচরণ করে ঝাঁক বেঁধে। নৌ-যান বা জাহাজের পিছু নিয়ে এরা ভ্রমণটা আনন্দের করে তোলে। সৃষ্টি করে এক নৈসর্গিক পরিবেশ। কর্ণফুলী নদীতে ঝাঁকে ঝাঁকে গাংচিল মাছ ধরার জন্য ঝাঁপিয়ে পড়ছে নদীর শীতল জলে। সোমবার (৭ জানুয়ারি) কর্ণফুলী নদী থেকে গাংচিলের এই ছবিগুলো ক্যামেরায় ধারণ করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।