নতুন মন্ত্রিসভার শপথ বিকালে

0

বঙ্গভবনের দরবার হলে ৪৭ সদস্যের নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন আজ।

সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেবেন তাঁরা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার (৬ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম জানিয়ে দিয়েছেন। এ সময় তাঁদের দফতরও ঘোষণা করেন তিনি। ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছেন চার মন্ত্রণালয় ও দুটি বিভাগ।

এগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া ২৪ জন পেয়েছেন মন্ত্রীর দায়িত্ব, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ১৯ জন এবং ৩ জন পেয়েছেন উপমন্ত্রীর দায়িত্ব ।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM