পেন্টাগনের চিফ অব স্টাফের পদত্যাগ

0

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের চিফ অব স্টাফ এবং তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা কেভিন সুয়েনি পদত্যাগ করেছেন।

সিরিয়া থেকে সেনা ফেরানোর সিদ্ধান্তের পর পদত্যাগ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। নিজের ব্যক্তিগত কাজে ফেরার জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন কেভিন।

২০১৭ সালের জানুয়ারিতে চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। পদত্যাগের আগ পর্যন্ত প্রায় দু’বছর দায়িত্ব পালন করেছেন তিনি। পেন্টাগনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন নিজের জন্য সম্মানজনক ছিল বলে উল্লেখ করেন কেভিন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM