কক্সবাজার বিএনপির ১২ নেতা কারাগারে

0

নাশকতার মামলায় কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীসহ বিএনপির ১২ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এ আদেশ দেন। নাশকতার একটি মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আজম জানিয়েছেন, গত বছরের ১৬ অক্টোবর কুতুবদিয়া থানা পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে হাজির হয়েছিলেন।

শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জয়নিউজ/শামীম/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM