ঘূর্ণিঝড় পাবুক: দুই নম্বর সতর্কতা সংকেত

0

থাইল্যান্ড উপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘পাবুক’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ।

তিনি বলেন, শনিবার বিকেল ৫টা থেকে দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সংকেত বহাল থাকবে।

ঘূর্ণিঝড় ‘পাবুক’ এর কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

জয়নিউজ/রুবেল/শহীদ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM