কাঠের নৌকা বানাতে খরচ অনেক। কিন্তু মাছ তো ধরতে হবে। সুতরাং নিজের মতো করে একটা ‘নৌকা’ বানিয়ে নিলেন তিনি! ককশিটে বানানো হলো ‘নৌকা’ এবং সেই ‘নৌকায়’ জমিয়ে চলছে মাছ ধরার কাজ! কর্ণফুলী নদীর পাড় থেকে ব্যতিক্রমী এই ‘নৌকার’ ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।