মার্কিন নাগরিকদের চীন সফরে সতর্কতা

0

মার্কিন নাগরিকদের চীন সফরের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

চীনে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরই এ সতর্কতা দেওয়া হলো। চীনে দুই কানাডিয় নাগরিক আটক রয়েছেন। সম্প্রতি চীন ও কানাডার সম্পর্কে টানাপোড়েন শুরুর পর ডিসেম্বরে তাদের গ্রেফতার করা হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে দ্বৈত নাগরিকত্ব থাকা মার্কিনিদেরও সতর্ক করা হয়েছে।

চীনের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করা হয় না। তাই মার্কিন পররাষ্ট্র দফতরের আশঙ্কা চীনে মার্কিন-চীনা দ্বৈত নাগরিকদের আটক করা হতে পারে এবং তাদেরকে সহযোগিতার সুযোগ যুক্তরাষ্ট্রকে নাও দেওয়া হতে পারে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM