দুস্থদের মাঝে খাগড়াছড়ি সড়ক বিভাগের শীতবস্ত্র বিতরণ

0

সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা- এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়রি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছোটগাছবান গ্রামের ১২৫ গরিব পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ।

উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মো. ফয়সাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, সহকারী প্রকৌশলী মো. সাহাব উদ্দিন, খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও সওজ এর কর্মচারীরা।

বক্তারা দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

জয়নিউজ/সবুজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM