ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

0

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে ছাত্র সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে সব কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দ আশরাফের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে শুক্রবার (৪ জানুয়ারি) বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

৪ জানুয়ারি ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিল।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM