সেপটিক ট্যাংকে পড়ে তিন তরুণের মৃত্যু

0

ক্রিকেট খেলতে গিয়ে সেপটিক ট্যাংবে পড়ে দুই ভাইসহ তিন তরুণের মৃত্যু ঘটেছে। শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায়  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইমরান হোসেন ইমু (২৩), মো. রুবেল (১৮) এবং মো. সিফাত (১২)। এদের মধ্যে ইমু ও রুবেল সহোদর ভাই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জয়নিউজকে বলেন, ঝাউতলা এলাকায়  অন্যান্যদের সাথে সিফাত ক্রিকেট খেলতে যান। এক পর্যায়ে ক্রিকেট বল সেপটিক ট্যাংকে পড়ে যায়। বলটি নিতে গিয়ে সিফাত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ইমু ও রুবেল সেপটিক ট্যাংকে নামে।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM