সাগর থেকে কাকঁড়া সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে বহু জেলে। কারণ এই দেশের উপকূলীয় ও প্লাবন সংলগ্ন অঞ্চল এলাকা কাঁকড়া চাষের জন্য উপযোগী। নদী বা মোহনায় খাঁচা বসিয়ে কাঁকড়া পালন করা হয় বলে কাঁকড়া প্রাকৃতিক পরিবেশেই তাড়াতাড়ি বেড়ে ওঠে। কম খরচে ভাসমান বাঁশের খাঁচায় কাঁকড়া পালন গরিব চাষীদের ভাগ্য খুলে দেয়। কিন্তু এখন আর আগের মতো কাঁকড়া পাওয়া যায় না। তাই সাগর পাড়ে কাঁকড়া আশায় ‘দিনে আনে দিনে খায়’ জেলেদের এখন দুর্দিন। চট্টগ্রামের কাট্টলি সাগরপাড়ে রাসমনি ঘাটে হাতে একটি কাকঁড়া নিয়ে বসে আছে ব্যবসায়ী মৃণাল। বুধবার (২ জানুয়ারি) সকালে জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়ার ক্যামেরায় তোলা ছবি।