বন্দরের সবুজ সাথী আইডিয়াল স্কুলে বই উৎসব

0

নগরের ৩৮নং ওয়ার্ডের সবুজ সাথী আইডিয়াল স্কুলের বই উৎসব লায়ন ডা. জাকিরুল ইসলাম (জাকির) উদ্বোধন করেন। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে স্কুল মিলনায়তনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্কুলের সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন আব্দুল মাবুদ হাট দোকান মালিক সমিতির সভাপতি হাজী ইউনুছ সওদাগর, সমাজসেবী হাজী মো. ইউসুফ, হাজী মোজাফ্ফর আহম্মদ।

উদ্বোধক ছিলেন শ্রমিক নেতা বৌধিপাল বড়ুয়া। আলোচক ছিলেন তাজুল ইসলাম, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মু. বাবুল হোসেন বাবলা, স্কুলের প্রধান শিক্ষক রুম্পা বড়ুয়া, স্কুলের পরিচালক দীলিপ বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, রাজীব বড়ুয়া ও শিক্ষিকা ইসরাত শারমিন সুমি।

স্কুলের সহকারী শিক্ষিকা জুবেয়ারা নাহার দীনা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

জয়নিউজ/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM