প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন লতিফ

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-১১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ

সোমবার (৩১ ডিসেম্বর) বিকালে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ বিষয়ে এ লতিফ জয়নিউজকে বলেন, বঙ্গবন্ধু কন্যার কাছে দোয়া চেয়েছি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে টানা ১০ বছর উন্নয়নের ধারা অব্যাহত আছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। আর এম এ লতিফ ২০০৮, ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন।

এম এ লতিফ চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM