রামগতিতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

0

লক্ষ্মীপুরের রামগতিতে চর পোড়াগাছার ইউপি চেয়ারম্যান নুর আমিন হাওলাদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

সোমবার (৩১ ডিসেম্বর) ভোরে চর পোড়াগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান নুর আমিন লক্ষ্মীপুর-৪ আসনে বিজয়ী মহাজোটের প্রার্থী আব্দুল মান্নানের সঙ্গে দেখা করার জন্য বের হন। এসময় চর পোড়াগাছা সড়কে ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী হামলা করে তাঁকে দা দিয়ে কোপাতে থাকে। এতে নুর আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগতি থানার ওসি আরিসুল হক জয়নিউজকে বলেন, খবরটি তিনি শুনেছেন। তবে এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/আতোয়ার/বিশু/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM