বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানোর প্রবণতা আছে বাড়িওয়ালাদের মধ্যে। কিন্তু সীমিত আয়ের মানুষের পক্ষে সবসময় বাড়িওয়ালার এই অন্যায় আব্দার মেনে নেওয়া সম্ভব হয় না। তাই শুরু হয় নতুন বাসার খোঁজ। বদলাতে হয় ঠিকানা। পণ্যবাহী গাড়িতে করে সরাতে হয় মালামাল। বছর বছর বাড়ি ভাড়া বাড়ানোর এ রোগ থেকে বাড়িওয়ালাদের সুস্থ করতে চাই প্রশাসনিক ট্রিটমেন্ট। চাই শক্ত নীতিমালা। তাহলে সাধারণ মানুষগুলোকে আর স্রোতের শ্যাওলার মতন ভেসে বেড়াতে হবে না নগরের এ প্রান্তে-ও প্রান্তে। সোমবার (৩১ ডিসেম্বর) আকবর শাহ রোড থেকে এই ছবিগুলো ক্যামেরায় ধারণ করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।