বাড়াবাড়ি না করার নির্দেশ সেতুমন্ত্রীর

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপন করতে গিয়ে নেতাকর্মীদের কোনোরকম বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।

সোমবার (৩১ ডিসেম্বর) নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এ নির্দেশ দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, সবাই মিলে দিনরাত পরিশ্রম করে যে বিজয় এসেছে, যে কোনো মূল্যে তা সংহত করতে হবে। এ সময় নেত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রতিশ্রুতি, নিজের প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার কথাও ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মীদের বিজয়ের আনন্দ ঘরোয়াভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ বাড়াবাড়ি করবেন না। এর ফলে যেন কোনো রাজনৈতিক রেষারেষির সৃষ্টি না হয়।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM