বদলে গেছে কিয়ারার জীবন

0

কিয়ারা আদভানির জীবন বদলে গেছে ‘লাস্ট স্টোরিজ’ চলচ্চিত্রে অভিনয়ের পর । তার হাতে এসেছে একাধিক ছবি।

‘লাস্ট স্টোরিজ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ, জয়া আখতার, দিবাকর ব্যানার্জি ও করণ জোহর। এটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোম্বে টকিজ’-এর সিক্যুয়েল। ছবিটি ছিল ভালোবাসা, যৌনতা ও আধুনিক ভারতের মানুষের সম্পর্ক নিয়ে। এতে অভিনয় করেন মণীষা কৈরালা, রাধিকা আপ্তে, ভূমি পেদনেকার, ভিকি কুশলসহ অনেক তারকা।

কিয়ারা বলেন, ‘লাস্ট স্টোরিজ’-এর পর আমি অনেক মজাদার প্রজেক্ট পেয়েছি এবং আমি সেগুলোতে কাজ করার জন্য অপেক্ষা করছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে, যারা আমাকে খুব ভালোবাসেন। আমি অনেকের হৃদয় জয় করতে চাই।’

২৬ বছর বয়সী এ অভিনেত্রী ‘কলঙ্ক’ ও ‘গুড নিউজ’ সিনেমায় কাজ করছেন। তিনি বলেন, ‘অমি সত্যিই খুব খুশি গুড নিউজ নিয়ে। এই গল্পে বৈচিত্র্য আছে। এর অভিনয়শিল্পীরাও অসাধারণ। ‘কলঙ্ক’ ছবিতে আমাকে বিশেষভাবে দেখা যাবে। এ ছাড়া রাম চরণের সঙ্গে একটি দক্ষিণী ছবিতে কাজ করছি।’

জনপ্রিয় পোশাক ব্র্যান্ড অনলির চেনামুখ কিয়ারা বলেন, ‘মানুষ সিনেমা থেকে ফ্যাশন গ্রহণ করেন। কিন্তু অনেকেই আছেন যারা ডিজাইনার, স্টাইলিস্ট বা মেকআপ শিল্পীদের পছন্দ করেন। কারণ তারাই আমাদের নতুন চেহারা তৈরি করেন।’

কিয়ারা প্রধানত হিন্দি ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালের ‘ফুগলি’র মাধ্যমে অভিনয় শুরুর পর তিনি দুটি সফল ছবিতে কাজ করেন। যার একটি ‘এমএস ধোনী : দি আনটোল্ড স্টোরি’ (২০১৬) এবং তেলুগু রাজনৈতিক সিনেমা ‘ভারত আনে নেনু’ (২০১৮)। তবে তার ‘লাস্ট স্টোরিজ’ সিনেমাটি বলিউডে সাড়া ফেলে।

জয়নিউজবিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM