শনিবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টা। চলতি পথে হঠাৎ চোখে পড়ল আলোকোজ্জ্বল এক ভবন। লাল-সবুজ, সাদা-হলুদ বাতি আছে ভবনজুড়ে। প্রথম দেখায় মনে হতে পারে, যেন বিয়ের সাজ। না, বিয়ে নয়; এটি উৎসবের সাজ। রাত পোহালেই যে ‘ভোট উৎসব’ শুরু হবে দেশজুড়ে। নগরের লাভ লেইন মোড়ে নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ভবনের ছবিগুলো জয়নিউজের স্টাফ রিপোর্টার কাউছার খানের সহায়তায় ক্যামেরাবন্দি করেন নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক