শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকুন: প্রধানমন্ত্রী

ঐক্যফ্রন্ট বা বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকতে ভোটারসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট যে কোনো মুহূর্তে সরে দাঁড়াতে পারে।

- Advertisement -google news follower

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে বিএনপি-জামায়াতের হামলায় আহত দিনাজপুর আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তের হামলায় আহত হন আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান।

- Advertisement -islamibank

এ সময় শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ। নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। যে কোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, প্রচারণা শুরুর পর থেকে বিভিন্ন জেলায় চোরাগোপ্তা হামলায় প্রাণ গেছে ৬ আওয়ামী লীগ কর্মীর। আহত হয়েছে ৪ শতাধিক। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধেই নালিশ করে বেড়াচ্ছে ঐক্যফ্রন্ট।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM