মহাকাশে মানুষ পাঠাবে ভারত

0

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে ভারত। এ প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার কোটি রুপির বাজেট অনুমোদন করেছে ভারত সরকার। এ উদ্যোগ সফল হলে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, এই প্রকল্পে দশ হাজার কোটি রুপির বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আমরা মহাকাশে সাতদিনের জন্য তিন সদস্যের একটি দল পাঠাব। এখন থেকে ৪০ মাসের মধ্যে পরীক্ষামূলক উদ্যোগ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) মানুষকে মহাকাশে নিয়ে যেতে নিজেদের সর্ববৃহৎ রকেট ব্যবহার করবে। ২০২০ সালের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে মনুষ্যহীন একটি রকেট উৎক্ষেপণ করবে ভারত।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM