আনোয়ারা ইপিজেডে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের বহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩ শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা ইপিজেডে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত | received 2043268319084296

- Advertisement -google news follower

নিহতরা হলেন বরিশালের মো. লতিফ (৫০), আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়া চুনতি সাতগড় এলাকার মো. সামশুল হুদার ছেলে মো. ইরফান (২৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিক বহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছে।

জয়নিউজ/কাউসার/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM