খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর প্রেস ব্রিফিং

0

হামলা, মিথ্যা মামলা, নেতাকর্মীদের এলাকাছাড়া করা, নির্বাচনি কার্যালয়ে ভাংচুর, পোড়ানো এবং আওয়ামী লীগ কর্তৃক নির্বাচনের পূর্বে রাতের আঁধারে ব্যালট বাক্সভর্তি ও ভোটের দিন ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শহরের কলাবাগানে নির্বাচনি কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন তিনি।

এ সময় তিনি বলেন, শুরু থেকেই খাগড়াছড়িতে নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। এখন পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গেছে।

তিনি জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ও নির্বিঘ্নে ভোটদানের সুযোগ সৃষ্টি করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহিলাদলের সম্পাদক কুহেলী দেওয়ানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জয়নিউজ/সবুজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM