সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সুদানে এই বিক্ষোভের শুরু রুটির দাম বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে। প্রথমে রাজধানীর বাইরে শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে।

- Advertisement -google news follower

১৯ ডিসেম্বর থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে কয়েক হাজার নাগরিক। এসব বিক্ষোভে পুলিশসহ নিহত হয়েছে বেশ কয়েকজন। সরকারের তরফে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছে।

সুদানের ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি অত্যন্ত শক্তিশালী। এরা বর্তমানে সরকার বিরোধীদের দমন-পীড়নে নেতৃত্ব দিচ্ছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM