বান্দরবানে বীর বাহাদুরের সমর্থনে শোডাউন

0

বান্দরবানে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর সমর্থনে শোডাউন এবং জনসমাবেশ করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় রাজার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাংসদ বীর বাহাদুর।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বান্দরবানকে পর্যটনের রোল মডেল হিসেবে তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোলারের আলোয় আলোকিত করা হবে বিদ্যুৎহীন প্রতিটি পাহাড়ি পল্লী। এসময় তিনি আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী বক্তব্য রাখেন।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM