স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা

স্বাধীনতা কাপের দশম আসরের ফাইনালে ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নবাগত বসুন্ধরা কিংস।

- Advertisement -

বুধবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হয়।

- Advertisement -google news follower

ম্যাচের ১৭ মিনিটেই মার্কোস ভিনিসিয়াস দ্য কস্তা সুয়ারেস দা সিলভার একক প্রচেষ্টায় লং কিক থেকে পাওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস। গোল খেয়ে শোধ করতে মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। ৪২ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান তারকা আলিসনের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক জিকো। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগে লং শটে রাসেলকে সমতায় ফেরান রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল।

বিরতির পর দুই দলই জয়সূচক গোলের জন্য একে অন্যের রক্ষণে বারংবার আক্রমণ শানালেও ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয় সব প্রচেষ্টা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

- Advertisement -islamibank

অতিরিক্ত সময়ের খেলার শুরুতেই গোলের দেখা পায় কিংস। কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্দ্রেসের নেওয়া কর্ণার কিক শেখ রাসেলের ডিফেন্সে প্রতিহত হলে বল পেয়ে যান কিংসের মতিন মিয়া। শেখ রাসেলের ডি-বক্সে থাকা তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে বোকা বানিয়ে জয়সূচক গোলটি করেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতে বসুন্ধরা কিংস।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM