ভারতে পাচারকালে ৭৩ কেজি সোনা জব্দ

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলা থেকে ৭৩ কেজি ওজনের ৬২৪টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

শুক্রবার (১০ আগস্ট) ভোরে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে এসব সোনার বার জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মহিউদ্দিন (৩৫) নামের এক যুবককে। যশোর সীমান্তে এটিই সবচেয়ে বড় ধরনের সোনার চালান আটকের ঘটনা বলে বিজিবি জানিয়েছে।

- Advertisement -google news follower

আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল সোনার বার ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মহিউদ্দিনকে আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে ৬২৪টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা এ সোনার দাম ৩৫ কোটি ৭৭ লাখ টাকা।

- Advertisement -islamibank

জব্দ করা সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে বলে জানান আরিফুল হক। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM