‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি’

0

নিশ্চিত পরাজয় জেনে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল ও ভোটের দিন কেন্দ্রে হামলা করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরের চান্দগাঁও আবাসিকে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মহাজোট প্রার্থী মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর প্রধান নির্বাচনি সমন্বয়ক রেজাউল করিম এ অভিযোগ করেন।

তিনি বলেন, অপপ্রচার করে চান্দগাঁও-বোয়ালখালীবাসীর সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। নির্বাচনের আগে চান্দগাঁও-বোয়ালখালীর বিভিন্ন স্থানে বিএনপি-জামাতের ক্যাডাররা নাশকতার নকশা তৈরি করেছে। জাল টাকাসহ গ্রেপ্তারের পর সেটাকেও গায়েবি মামলায় গ্রেপ্তার বলে অভিযোগ করছেন বিএনপির প্রার্থী।

রেজাউল করিম চৌধুরী বলেন, বিগত ১০ বছর মইন উদ্দীন খান বাদল এমপি থাকাকালীন সময়ে চান্দগাঁও-বোয়ালখালীতে বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও হাসপাতাল সবকিছুতে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এসএম কফিল উদ্দীন, ইন্দ্র দত্ত, আবু মোহাম্মদ হাশেম, আবু বক্কর সিদ্দিকী, সৈয়দুল আলম চৌধুরী।

জয়নিউজ/কাউছার/বিশু/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM