নৌকার সমর্থনে দেওয়ানবাজারে সিটি মেয়রের গণসংযোগ

0

নগরের দেওয়ানবাজার এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চান তিনি।

গণসংযোগকালে মেয়র বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকার বিকল্প নেই।

তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নগরের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৈয়ব।

জয়নিউজ/বিশু/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM