বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

0

মহিউদ্দিন শিবলু (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নগরের বহদ্দারহাট খতিবের হাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী শিবলু ও এনামুল হককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) এস এম মোস্তাইন হোসাইন জয়নিউজকে বলেন, মহিউদ্দিন শিবলু দীর্ঘদিন অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার সহযোগী এনামুল হক অস্ত্র পরিবহনে নিয়োজিত ছিল। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, অস্ত্র ব্যবসায়ী শিবলুর দুবাইতে বোরকার দোকান রয়েছে। সে বিদেশ থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবারহ করতো। শিবলু হাটাহাজারীর গড়দুয়ারার এলকার ফরিদ আহমেদের ছেলে। এনামুল হকের বাড়ি নাটোর।

জয়নিউজ/ফারুক/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM