ইসিতে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

- Advertisement -google news follower

ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাফরুল্লাহ চৌধুরী, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন বৈঠকে অংশ নেন।
ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে বরাবরই সোচ্চার ঐক্যফ্রন্ট। এরই ধারাবাহিকতায় নির্বাচনের মাত্র ৪ দিন আগে ঐক্যফ্রন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এ বৈঠক করছেন।

- Advertisement -islamibank

সূত্র জানায়, নির্বাচনি প্রচারণায় ধানের শীষ প্রার্থীদের ওপর হামলার যেসব ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন,তার তালিকা নির্বাচন কমিশনে পেশ করা
হয়েছে। এ বিষয়ে প্রতিকার চাইবেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM