হালিশহর আনন্দবাজার বেড়িবাঁধ এলাকায় শীতের সবজি টমেটোর ভালো ফলন হয়েছে। এই টমেটো নগরের বিভিন্ন বাজারে সরবরাহে স্তূপ করা হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত এই টমেটো অপেক্ষাকৃত কমমূল্যে করা হচ্ছে বাজারজাত। এতে লোকসানের মুখে পড়ছেন কৃষক। অনেকে উৎসাহ হারাচ্ছেন টমেটো চাষে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ছবি দু’টি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।