জেএসসি-পিএসসিতে পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই নৌবাহিনী স্কুল

বরাবরের মতো এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পার্বত্যাঞ্চলে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল।

- Advertisement -

এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর জেএসসিতে মোট ৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।

- Advertisement -google news follower

অন্যদিকে পিএসসিতেও অংশগ্রহণকারী ৫৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

নৌবাহিনী কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সংস্কৃতি-ক্রীড়া-শৃঙ্খলা প্রতিটি ক্ষেত্রেই এ অঞ্চলে আলো ছড়াচ্ছে। কয়েক বছর ধরে তিন পার্বত্য জেলার মধ্যে সকল জাতীয় পরীক্ষায় এ শিক্ষা প্রতিষ্ঠান সেরা বিবেচিত হচ্ছে। শতভাগ পাশ এবং সর্বাধিক জিপিএ-৫ পাওয়ার গৌরব এ প্রতিষ্ঠানেরই।

- Advertisement -islamibank

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম. জাহাঙ্গীর আলম বলেন, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরো ভালো ফলাফল করতে সক্ষম হবে।

অধ্যক্ষ ই. কমান্ডার জি কিউ খান জানান, আগামীতেও সকল জাতীয় পরীক্ষায় শতভাগ পাশ ও শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পরিকল্পিত সার্বিক শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এদিকে, কাপ্তাই নৌবাহিনী স্কুলের এই ফলাফলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ অভিনন্দন জানিয়েছেন।

জয়নিউজ/লাভলু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM