ভুয়া ওয়েবসাইট নিয়ে আইএসপিআরের সতর্কতা

0

সেনাবাহিনীর নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৪ ডিসেম্বর) আইএসপিআর-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম Bangladesh Army (লিংক: https://www.army.mil.bd) ও Join Bangladesh Army (লিংক: https://joinbangladesharmy.army.mil.bd)। সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম- Bangladesh Army। আর Bangladesh Army নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউবেও।

এগুলো ছাড়া অন্যান্য সব ওয়েবসাইট/ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভুয়া। এসব মাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও অপপ্রচারের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল। একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও আইএসপিআরের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM