পেকুয়ায় যুবকের আত্মহত্যা

0

অপমান সইতে না পেরে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে গিয়াস উদ্দিন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গিয়াস উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। গিয়াস ওই ইউনিয়নের জুমপাড়ার মো.বাদশাহর ছেলে।

টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, কয়েকদিন আগে গিয়াস তার চাচার চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।

রোববার সকালে গিয়াসকে ধরে তার চাচা আমার কাছে নিয়ে আসেন। এসময় তার কাছ থেকে ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি ৪৫ হাজার টাকা সে খরচ করে ফেলেছে বলে জানিয়েছিল। বিষয়টি আমি নির্বাচনের পর সমাধান করে দেবো বলেছিলাম। শুনেছি অপমানে বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে গিয়াস আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, গিয়াসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়নিউজ/গিয়াস/পলাশ/আরসি
আরও পড়ুন
লোড হচ্ছে...
×