একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে আ’লীগ: খসরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিপীড়ন, নির্যাতন, ভয়-ভীতি দেখিয়ে জনগণকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে।

- Advertisement -

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে আইনজীবী ঐক্যফ্রন্টের নির্বাচনি প্রচারণা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

খসরু আইনজীবীদের এই প্রচারণাকে স্বাগত জানিয়ে বলেন, নিপীড়িত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পাশে আইনজীবীরা সবসময় বলিষ্ট ভূমিকা রেখেছেন। গণতন্ত্র উদ্ধারের এই নির্বাচনে তাদের আরো সাহসী ভূমিকা রাখতে হবে। জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে।

এদিকে আইনজীবী ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ রোববার মিনিট্রাকে করে কোর্ট বিল্ডিং থেকে কোতোয়ালী, সদরঘাট, বাংলাবাজার, বারেক বিল্ডিং, সল্টগোলা ক্রসিং হয়ে ইপিজেড মোড়ে গিয়ে নির্বাচনি প্রচারণা চালান।

- Advertisement -islamibank

আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহুরুল আলম, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট তারিক আহমদ খান, অ্যাডভোকেট সেকান্দর বাদশা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাশেম চৌধুরী, অ্যাডভোকেট কাজী সিরাজ, অ্যাডভোকেট আকবর আলী, অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট সেলিনা খানম, অ্যাডভোকেট ছাবেদুর রহমান, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট মুরশিদ আলম, অ্যাডভোকেট নুরুল করিম এরফান, অ্যাডভোকেট হাসনা হেনা, অ্যাডভোকেট ইমরানুল করিম পারভেজ, অ্যাডভোকেট আশরাফি বিনতে মোতালেব, অ্যাডভোকেট মশকুরা বেগম মেরি, অ্যাডভোকে ইমতিয়াজ আহমদ জিয়া, অ্যাডভোকেট শিপন কুমার দে, অ্যাডভোকেট কাজী আজাদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ, অ্যাডভোকেট জেবুন্নেছা লিনা, অ্যাডভোকেট সানজিক আকবর, অ্যাডভোকেট লোকমান, অ্যাডভোকেট আকিব, অ্যাডভোকেট কুতুব উদ্দিন, অ্যাডভোকেট রেজাউল করিম রনি, অ্যাডভোকেট অলি আহমদ।

জয়নিউজ/কাউছার/বিশু/জুলফিকার

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM