মার্কিন সরকার অচল!

0

মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের অর্থায়নে হোয়াইট হাউস ও কংগ্রেস সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এর ফলে কার্যত আংশিক অচল হয়ে পড়েছে আমেরিকার কেন্দ্রীয় সরকার।

অভিবাসীদের ঠেকানোর জন্য মেক্সিকো সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়াল তৈরির পরিকল্পনা রয়েছে। এটি নির্মাণের জন্য ৫ বিলিয়ন ডলারের বাজেটটি শুক্রবার (২১ ডিসেম্বর) সিনেটে পাস না হওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হলো।

এই প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকানদের পূর্ণ সমর্থন থাকলেও তীব্র বিরোধিতা করে ডেমোক্র্যাটরা।   আর এর জের ধরেই বন্ধ হয়ে গেছে মার্কিন সরকারের তহবিল।

এদিকে একটি ভিডিও বার্তায় ট্রাম্প জানান. এই অচলাবস্থা কাটানোর দায়িত্ব ডেমোক্র্যাটদের নিতে হবে।

এর আগে ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সিনেটরদের মতবিরোধে যুক্তরাষ্ট্র সরকারের তহবিল বন্ধ হয়ে গিয়েছিল।  টানা ১৬ দিন পর্যন্ত ওই অচলাবস্থা ছিল।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM