প্রিয়াঙ্কার বিয়ের রিসেপশনে সাবেক দুই প্রেমিক!

0

বিয়ের পর মুম্বাইয়ে একটি ওয়েডিং রিসেপশন পার্টির আয়োজন করেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। রিসেপশন পার্টিতে তাদের বন্ধু-বান্ধব, পরিবারসহ হাজির ছিল গোটা বলিউড।

কিন্তু পাপারাজ্জিসহ সোশ্যাল মিডিয়া সকলে অবাক প্রিয়াঙ্কার অনুষ্ঠানে তার দুই সাবেক প্রেমিককে সস্ত্রীক উপস্থিত দেখে।

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সাবেক প্রেমিক হরমন এবং শহিদ কারুর নাকি সম্পর্ক ভালো ছিল না। এমনটাই জানত টিনসেল টাউন। তবে সম্পর্ক ভালো না থাকলে কি আর বিয়ের রিসেপশনে উপস্থিত থাকেন তারা!

বিটাউনের খবর, নিকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর নাকি হরমন এবং শহিদ কারুর মধ্যে কোনো জড়তা ছিল না। নিকও বেশ হাসিমুখেই তাদের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM