লংগদুতে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী উষাতন

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ উষাতন তালুকদার শনিবার লংগদুতে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন। সকালে উপজেলা জনসংহতি সমিতির কার্যালয় প্রাঙ্গণে এক পথসভায় সিংহ প্রতীকে ভোট চান উষাতন তালুকদার।

পথসভায় আরও বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা চিংহ্লমং মারামা, মনি শংকর চাকমা, দয়াল চন্দ্র কার্বারী প্রমুখ। এছাড়াও একই দিন উপজেলার রাধামন বাজার, ভাইবোনছড়া বাজার ও মাইনীমুখ বাজারে গণসংযোগ ও পথসভা করেন উষাতন তালুকদার।

জয়নিউজ/আরমান/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM