ক্রীড়াঙ্গনের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: নাছির

চলচ্চিত্র তারকাদের পর এবার নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও সংগঠকরা।

- Advertisement -

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে তাঁরা এ প্রচারণা শুরু করেন।

- Advertisement -google news follower

প্রধান অতিথি হিসেবে প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। গত ১০ বছরে ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। ক্রীড়ার উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই।

- Advertisement -islamibank

এসময় বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক আলমগীর মো. সিরাজ উদ্দিন, নজরুল ইসলাম লেদু,দিদারুল আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মশিউর রহমান চৌধুরী, জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নোমান আল মাহমুদ, শহিদুল ইসলাম, চন্দন ধর, সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন রুবেল ও ফজলে বারী রুবেলসহ ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদরা।

জয়নিউজ/ফয়সাল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM