মিয়ানমারে ‘গণহত্যা’ হয়েছে: বললেন মার্কিন সিনেটররা

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটরদের একটি অংশ।

- Advertisement -

বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেওয়া এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠিতে তাঁরা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদনে গণহত্যার পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও, মন্ত্রণালয় গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেওয়ায় আমরা উদ্বিগ্ন।

মিয়ানমারে সামরিক বাহিনীর পদক্ষেপ নিয়ে একটি আনুষ্ঠানিক অবস্থান নেওয়ার জন্য পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছেন ওই সিনেটররা।

- Advertisement -islamibank

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমনাভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। তবে জাতিগত নির্মূলের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM